Refund Policy

ফেরত এবং রিটার্ন নীতি

একাডেমী থেকে ফেরতের জন্য কিছু নির্দেশনা

  • যে কোনো রেজিস্ট্রেশন ফি ফেরত যোগ্য নয়।
  • কেউ যদি তার ভর্তি বাতিল করতে চায় তবে তাকে অবশ্যই আমাদের নির্দেশনা অনুসরণ করতে হবে, তবে সে ক্ষেত্রে পেমেন্ট অফেরৎযোগ্য থাকবে, আপনি চাইলে আমাদের পরবর্তীতে কোন কোর্স অথবা ব্যাচ যুক্ত হতে পারেন এবং রেজিস্ট্রেশন ফ্রি দিয়ে শুরু করতে হবে।
  • আমাদের সকল লাইভ ক্লাস গুলোর কোনো ফি ফেরত যোগ্য নয়।
  • রেকর্ডিং কোর্স এর ফেরতের ক্ষেত্রে আমাদের টিম আপনার ফেরতের আবেদন পর্যালোচনা করবে। তারপর পাঁচ ঘণ্টার মধ্যে যদি মনে করেন এটি ফেরতযোগ্য, তাহলে আপনাকে অবশ্যই ফেরত দিতে হবে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে ৭৫ % কেটে নেওয়া হবে এবং আপনি ১০ দিন পরে ২৫% ফেরত পাবেন।

রিফান্ডের অনুরোধ” প্রত্যাখ্যানের কারণ
  • আপনি সম্পূর্ণ গোপনীয়তা নীতি মালা দেখে কোর্স যুক্ত হয়ে হয়েছেন সে ক্ষেত্রে আপনার অর্থ ফেরতযোগ্য হবে না।
  • তাৎক্ষণিক ফেরত সম্ভব নয় কারণ আমরা গেটওয়ের মাধ্যমে অর্থপ্রদান গ্রহণ করি।
  • আপনি যদি আমাদের শর্তাবলীর বাইরে অর্থ ফেরত চান তবে আমরা অর্থ প্রদান করতে বাধ্য নই। আমরা আপনার যুক্তিহীন যুক্তির সাথে একমত নই।

যেকোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
আমাদের রিটার্ন এবং রিফান্ড নীতি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে আমাদের সাথে এখানে যোগাযোগ করুন:
[email protected]
01771 957 475